ধামরাইয়ে দুর্ধর্ষ মোটরসাইকেল চোরচক্র গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল

লেখক: মামুন আহমেদ
প্রকাশ: ১ মাস আগে

ঢাকার ধামরাই থানা পুলিশের বিশেষ অভিযানে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধামরাই থানার এসআই কাউসার আহমেদ সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী, কুষ্টিয়া ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলো—
১. ইমরান, পিতা- রাজ্জাক পাটুয়ারী, জীবন নগর, থানা পাংশা, রাজবাড়ী।
২. বিপুল শেখ (৩০), পিতা- মৃত গফুর শেখ, সাং কালুনগর, থানা কালুখালী, রাজবাড়ী।
৩. জাহাঙ্গীর জাহান বনী, পিতা- (তথ্য অসম্পূর্ণ)।
৪. মোহাম্মদ বাণী (২৫), পিতা- সালাম মন্ডল, সাং শরিশা খালপাড়া, থানা পাংশা, রাজবাড়ী।

অভিযানে চোরচক্রের কাছ থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা।

গ্রেপ্তারের পর আসামিদের ঢাকা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে, তবে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসআই কাউসার আহমেদের দক্ষ নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্র ধরা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ।

error: Content is protected !!