ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও কার্যালয়ের শুভ উদ্বোধন

লেখক: ধামরাই প্রতিনিধি- মনির হোসেন
প্রকাশ: ১ মাস আগে

ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় ধামরাইয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান। সভাপতিত্ব করেন ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি নাজমুল আলম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আখতারুজ্জামান খান লস্কর এবং সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রমিজুর রহমান রুমা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—সেন্ট্রাল প্রেস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার রহমান আনু, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লেহাজ উদ্দিন, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চলচ্চিত্র নির্মাতা ও ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রিন্স দিশারী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম এবং তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শহীদুল ইসলাম মানিক।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রেস ক্লাবের অগ্রযাত্রা ও সাফল্য কামনা করেন এবং সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা পালনের আহ্বান জানান।

error: Content is protected !!