ঢাকার সাভার বলিয়ারপুর মধুমতি মডেল টাউন আবাসিক এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ জাহাঙ্গীর হোসেন আপন (২৫)
মোঃ আল আমিন (৩২)
মোঃ পারভেজ হোসেন ওরফে বক্কর (৩৩)
ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন আবাসিক এলাকায় ডাকাতি ও চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গ্রেফতার তিনজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।