ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দীঘল গ্রামে কৃষিজমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) ও পাশে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ফসলি জমির মাটি কাটায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীব এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ রাফি ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং কৃষিজমি কাটার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।