
ঢাকার ধামরাই উপজেলার নবনিয়োগপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা–২০ আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুফতি আশরাফ আলী।
মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা ধামরাইয়ের সার্বিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য কাজী মাওলানা ফিরোজ আহমদ, ধামরাই উপজেলা সভাপতি মাওলানা আব্দুল জলিল, পৌর সভাপতি মুফতী আবু বকর সিদ্দিক, যুব মজলিসের অন্যান্য নেতৃবৃন্দসহ সংগঠনের স্থানীয় কার্যকরী নেতারা।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নবাগত ইউএনও’র সফলতা এবং ধামরাইয়ের উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকার জন্য শুভকামনা জানান।