
ঢাকা জেলার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলামকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয়েছে।
৫ আগস্ট দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ এক বছর তিন মাসের বেশি সময় ধরে ধামরাই থানায় দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবায় তার নিষ্ঠা ও পেশাদারিত্ব বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
তার এই সফল কর্মযজ্ঞের স্বীকৃতি হিসেবে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের পক্ষ থেকে ওসি মোঃ মনিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ওসি মনিরুল ইসলামের কর্মদক্ষতা, সততা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
পরবর্তীতে ধামরাই থানার বিদায়ী (ওসি) মোঃ মনিরুল ইসলাম কে ধামরাই থানার পক্ষ থেকে, আবেগঘন অবস্থায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।